"জননেত্রী শেখ হাসিনার নির্দেশ
তরুনেরাই গড়বে দেশ
ডিজিটাল হবে বাংলাদেশ"
“ক্ষুদামুক্ত,দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে
গ্রাম বাংলার অসহায়,হতদারিদ্রদের একান্ত উপস্থিতিতে” চালিভাংগা ইউনিয়নের জনগনের কল্যানে ,
এক বিশাল আলোচনা সভায়
(বিকাল ৩.০০ঘটিকা)
আজ প্রধান অতিথী, হিসেবে উপস্থিত হন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবিকা জনাবা সেলিনা ইসলাম এর সুযোগ্য কণ্যা, জনাবা ওয়াফা ইসলাম আই,ভি,ইউ ইউনিভার্সিটি বসুন্ধারা ঢাকা।
উক্ত সভায়,
আজকের প্রধান অতিথি ও প্রধান আকর্ষন জনাবা ওয়াফা ইসলাম সরাসরি সাধারন জনগনের কাছে গিয়ে আলোচনা করে তাদের বিভিন্ন সমস্যার কথাগুলো শুনেন এবং খুব তাড়াতাড়ি তাদের তা সমাধান করার আশস্থ করলেন।
সভায় সকলের কথাশুনে তিনি বুজতে পারেন যে, এই গ্রামের অসহায়,হতদরিদ্র,চিকিৎসা সেবাদান,মহিলাদের কাজের ব্যবস্থা করা, গৃহহীন মানুষের জন্য বাসস্থান, শিক্ষার মানউন্নয়নে জন্য সহযোগিতা, বেকারদের জন্য আত্তকর্মসংস্থান সৃষ্টি করা প্রয়োজন।
তাই কিছুদিনের মধ্যে তাদের সমস্যাগুলোর সমাধান করে দেওয়া হবে বলেন ।
পরে তিনি বলেন, আপনার আমার প্রিয় মমতাময়ী নেত্রী, জননেত্রী, শেখ হাসিনার নেত্রীত্তে বাংলাদেশ এখন বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড় করিয়েছেন ,এখন আর কারো কাছে আমাদের হাত পেতে চলতে হয় না।
তিনি গ্রাম বাংলার অসহায়,দরিদ্র লোকদের কাছে শেখ হাসিনার জন্য এবং তার 'মা' সেলিনা ইসলাম,পিতা শহিদুল ইসলাম পাপুল এর জন্য সকলের কাছে দোয়া চান।
পরে তিনি সকলের কল্যাণময়, কর্মময়, শান্তিপুর্ন জীবন জাপন করার অনুরোধক্রমে সকলের কাজ থেকে আজকের জন্য বিদাই নেন।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত হন,
জনাব আলহাজ্ব হুমায়ন কবির সাহেব, সাবেক চেয়ারম্যান চালিভাংগা ইউঃপিঃ।
জনাব আবদুল কাদির মেম্বার, সাবেক ৭নং ওয়ার্ড সদস্য চালিভাংগা ইউঃপিঃ ।
জনাব মোঃ বাবুল মেম্বার , ৫ নং ওয়ার্ড সদস্য চালিভাংগা ইউঃপিঃ
সভায়
সভাপতিত্ব করেন,- মোঃ কাইয়ুম হোসাইন সভাপতি –চালিভাংগা সরকারী (নিম্ন মাধ্যমিক ) প্রাথমিক বিদ্যালয়।
সভাটি পরিচালনায় করেন, মোঃ শফিক দেওয়ান –সভাপতি চালিভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ।
ও মোঃ আল-আমিন যুগ্ন-আহব্বায়ক চালিভাংগা ইউনিয়ন ছাত্রলীগ।
উক্ত আলোচনা সভায় আর উপস্থিত
অন্যান্যরা হলেন,মেঘনা উপজেলা শ্রমীকলীগের সাধারন সম্পাদক টুটুল ভাই,
চালিভাংগা ইউনিয়ন যুবলীগের সফল সভাপতি মোঃ সানাউল্লাহ সরকার,
বড়কান্দা ইউনিয়ন যুবলীগের সভাপতি,পদ-পার্থী ওয়াসিম মিয়া, চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য মোঃ বশির আহম্মেদ,
চালিভাংগা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহব্বায়ক, নিজাম সরকার –যুগ্ন-আহব্বায়ক, আনোয়ার হোসেন (আয়নাল),আলেক মিয়া,
চালিভাংগা ইউনিয়ন যুবলীগ সদস্য, শাহাজালাল,সোহেল,ডালিমসহ আরো আসংখ্য নেতাকর্মীর উপস্তিতিতে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়ে থাকে।
প্রচারেঃ- চালিভাংগা ইউনিউয়ন সর্বসাধারন জনগন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS